ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: চট্টগ্রামে চার দিনের কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: চট্টগ্রামে চার দিনের কর্মসূচি ...

চট্টগ্রাম: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৬ বছর উদযাপনে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে প্রস্তুতি সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করেন নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।

কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নাসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার কবর জিয়ারতের উদ্দেশে যাত্রা এবং ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আলোচনা সভা।

প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া সকালে দলীয় কার্যালয়সহ ৪৩টি ওয়ার্ডের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার।

সোমবার (২ সেপ্টেম্বর) নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি শুরু হবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাদে আসর দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে বিগত ১৫ বছরে আন্দোলন সংগ্রামে নিহত ও সাম্প্রতিক বন্যায় হতাহতদের জন্য দোয়া মাহফিল। অনুরূপভাবে ৪৩টি ওয়ার্ডের মসজিদেও সুবিধামতো সময়ে এই কর্মসূচি পালিত হবে।  

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপি নেতা এমএ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, অধ্যাপক নুরুল আলম রাজু, এসএম আবুল ফয়েজ, এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, আরইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন,মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, আবদুস সাত্তার সেলিম, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, কৃষক দলের সদস্যসচিব কামাল পাশা নিজামী, তাঁতিদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, জাসাসের আহবায়ক এমএ মুছা বাবলু, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, মৎস্যজীবী দলের আহবায়ক নুরুল হক, সদস্যসচিব আবদুল আজিজ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।