ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে: এরশাদ উল্লাহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
বিএনপি বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম: মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, আকস্মিক বন্যায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন তারা।

এরই মধ্যে বন্যায় প্রায় ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
এই অবস্থায় জনগণের দল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যাকবলিত ফেনী এলাকায় তিন হাজার মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছি। বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর চার দিনের কর্মসূচি থেকে কমিয়ে শুধু রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের কর্মসূচি রেখেছি। সেইসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর বাতিল করা কর্মসূচির বাজেটের টাকা বন্যাদুর্গতদের দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ফেনী সদরের বন্যাদুর্গতদের জন্য মহানগর বিএনপির ত্রাণ কমিটির পক্ষ থেকে তিন হাজার মানুষের খাদ্য সামগ্রী প্রদানকালে তিনি এসব কথা বলেন।  

চট্টগ্রাম মহানগর বিএনপির ত্রাণ কমিটির পক্ষ থেকে নিয়ে যাওয়া খাদ্য ও ত্রাণ সামগ্রী বুঝে নেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ফেনীর ত্রাণ কমিটির সমন্বয়কারী রফিকুল আলম মজনু।  

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও ত্রাণ কমিটির আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ত্রাণ কমিটির সদস্য হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও খোরশেদ আলম।  

বাংলাদেশ সময়: ২০১৫  ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।