ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪৬০ টাকায় কিনে ৫৫০ টাকায় বিক্রি দেশি মুরগি!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
৪৬০ টাকায় কিনে ৫৫০ টাকায় বিক্রি দেশি মুরগি!

চট্টগ্রাম: ৪৬০ টাকায় কেনা দেশি মুরগি একই বাজারে ৫১০, ৫২০, ৫৫০ টাকা বিক্রি! ২৬০ টাকায় কেনা সোনালি মুরগি ২৮০, ৩২০ টাকায় বিক্রি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকি অভিযানে নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজারের চিত্র এটি।

 

শুক্রবার (৩০ আগস্ট) একই বাজারে ভিন্ন ভিন্ন দামে, বেশি দামে মুরগি বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোর কারণে ৭ হাজার টাকা করে চারটি মুরগির দোকানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয়েছে দোকানিদের।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, রানা দেব নাথ এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।  

ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, প্রশাসনের সহযোগিতায়া পরিচালিত নিয়মিত বাজার তদারকি অভিযানে সচেতন ছাত্র ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।