চট্টগ্রাম: নিম্নমানের মরিচ ক্রাশিং করে লাল টেক্সটাইল কালার মিশিয়ে বাজারজাত করার প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে দেড় লাখ টাকা।
সোমবার (২ সেপ্টেম্বর) বাকলিয়ার মিয়াখান নগরের এ কারখানায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।
ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, তদারকি কালে দেখা যায় জয় মসলা ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি অতি নিন্মমানের শুকনো মরিচ ক্রাশিং করে অননুমোদিত টেক্সটাইল রং মিশিয়ে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
এআর/পিডি/টিসি