ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জয় মসলার কারখানায় কাপড়ের রং মেশানো মরিচের গুঁড়ো

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
জয় মসলার কারখানায় কাপড়ের রং মেশানো মরিচের গুঁড়ো

চট্টগ্রাম: নিম্নমানের মরিচ ক্রাশিং করে লাল টেক্সটাইল কালার মিশিয়ে বাজারজাত করার প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে দেড় লাখ টাকা।

টেক্সটাইল রং মেশানো ভেজাল মরিচের গুঁড়ো জনসমক্ষে ধ্বংস করা হয়।  

সোমবার (২ সেপ্টেম্বর) বাকলিয়ার মিয়াখান নগরের এ কারখানায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।

অভিযানে অংশ নেন সচেতন ছাত্র ও ব্যবসায়ী নেতারা।  

ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, তদারকি কালে দেখা যায় জয় মসলা ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি অতি নিন্মমানের শুকনো মরিচ ক্রাশিং করে অননুমোদিত টেক্সটাইল রং মিশিয়ে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জনস্বার্থে এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।