চট্টগ্রাম: পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ করেন তারা।
পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেন, একটি লোকাল বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যেতে নানান সংগঠনের নামে দেড় হাজার টাকার বেশি চাঁদা দিতে হয়।
এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে কোনও বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। পাশাপাশি কক্সবাজার থেকেও কোনো বাস চট্টগ্রামে আসেনি। নতুন ব্রিজ এলাকায় গাড়ির জন্য অনেক মানুষকে অপেক্ষায় থাকতে দেখা গেছে। পূর্ব ঘোষণা ছাড়া যানবাহন চলাচল বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এসি/টিসি