ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
মীরসরাইয়ে পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: মীরসরাইয়ে পূর্বাঞ্চল রেলওয়ের একটি পণ্যবাহী ট্রেনের বগি (৬০৩) লাইনচ্যুত হয়েছে।  

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে আফ-লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ ছিল। ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

চিনকি আস্তানা রেল স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কনটেইনারবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।