ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

থাইল্যান্ডের সম্মাননা পেলেন আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
থাইল্যান্ডের সম্মাননা পেলেন আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী ...

চট্টগ্রাম: বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বন্ধুত্বের সেতু সুদৃঢ় করার জন্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীকে দেশটির সর্বোচ্চ সম্মাননা দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরাক্লাওচাওযুহুয়া।  

বাংলাদেশে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী দীর্ঘ ১৮ বছর ধরে থাই সরকার ও থাই নাগরিকদের সহযোগিতা করে আসছেন।

এই অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানী ঢাকার থাই দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে তার পরিবারের সদস্য ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

থাইল্যান্ডের মুকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডার দেশটির সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। ১৮৬৯ সালে এই সম্মাননা চালু করা হয়। সাধারণত দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা ব্যক্তিদের এই সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।