ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বহদ্দারহাটে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী মিজান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
বহদ্দারহাটে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী মিজান গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে নগরের বহদ্দারহাট এলাকায় গত ১৮ জুলাই ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে অভিযুক্ত ও কিশোর গ্যাং লিডার মো. মিজানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মো. মিজান (৩৩), নগরের বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.শরীফ-উল-আলম জানান, বায়েজিদ বোস্তামী থানার হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনীর ভাড়া ঘরে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য মজুদ করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর পৌনে চারটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় মিজানের বসতঘরের ভেতরে টয়লেটের উপরে বাঁশের তৈরি মাচার থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও ১টি টিপ চাকু উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন গ্রেপ্তার মিজান। তার অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয়। আন্দোলন চলাকালীন সময়ে হওয়া  নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ থানার নাশকতার মামলায় সরাসরি সম্পৃক্ত ছিল বলে জানা যায়। মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ ও ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের  বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।