ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গাজীপুর থেকে চুরি হওয়া ১০ হাজার টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
গাজীপুর থেকে চুরি হওয়া ১০ হাজার টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৩ ...

চট্টগ্রাম: গাজীপুর থেকে চুরি হওয়া ১০ হাজার ৯০ পিস টি-শার্ট নগরের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকা থেকে উদ্ধার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।  

চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোশাররফ (২৪), মো. আজাদ (৩৬) ও মো.গণি (২৯)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান বাংলানিউজকে বলেন,গাজীপুর ট্রপিক্যাল নিটেক্স বিডি লিমিটেড থেকে গত ১৪ সেপ্টেম্বর ১০ হাজার ৯০ পিস টি-শার্ট চুরি হয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় গার্মেন্টস পণ্যগুলো নগরের অক্সিজেন আতুরার ডিপো থেকে উদ্ধার করা হয়। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনটি কাভার্ডভ্যান জব্দ ও কাভার্ডভ্যান চালকদের গ্রেপ্তার করা হয়েছে।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলাইমান বাংলানিউজকে বলেন, চোরাই গার্মেন্টস টি-শার্ট উদ্ধারের ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার কাভার্ডভ্যানের তিন চালককে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।