ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশ গড়তে জামায়াত কর্মীদের এগিয়ে আসতে হবে: শাহজাহান চৌধুরী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
দেশ গড়তে জামায়াত কর্মীদের এগিয়ে আসতে হবে: শাহজাহান চৌধুরী 

চট্টগ্রাম: নগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেছেন, ইসলাম চায় মানুষের জীবন সুন্দর ও সাবলীলভাবে চলুক। মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গড়ে উঠুক।

কিন্তু বর্তমানে বাংলাদেশে এই স্বপ্ন বাস্তবায়ন করা সহজ নয়। তাই এই দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে নেয়ার জন্য জামায়াতের দায়িত্ব অপরিসীম।
জামায়াতের কর্মীদের মানবিক কর্মকাণ্ডে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। দেশ গড়ার যে কোনো কাজে জামায়াতের কর্মীরাই যেন সবার আগে হাজির হতে পারে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।  

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ১৯নং ওয়ার্ড জামায়াতের আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার জামায়াতের কর্মীদের সীমাহীন নিপীড়নের মাধ্যমে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালানোর পাশাপাশি ব্যাপক লুটপাট চালিয়ে এদেশের অর্থনীতিকেও পঙ্গু করে ছেড়েছে। দেশের অর্থনীতির মেরুদণ্ড ব্যাংকিং খাতকে লুটপাটের সবচেয়ে বড় মাধ্যমে পরিণত করে দেশকে সংকটের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। এ অবস্থায় দেশ ও দেশের মানুষকে বাঁচাতে, অর্থনৈতিক মুক্তিকে ত্বরান্বিত করতে জামায়াতকেই আজ দায়িত্ব নিতে হবে।

বাকলিয়া থানা ১৯নং প্রশাসনিক ওয়ার্ডের আমির নুর আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি এরফানুল আজিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে আরও বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ফয়সাল মুহাম্মদ ইউনুছ, বাকলিয়া থানা জামায়াতের আমির আব্দুল জব্বার, থানা সেক্রেটারি সুলতান আহমদ, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ নাছির, মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ ফোরকান ও মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।