ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসকদের প্রাণের মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
চমেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসকদের প্রাণের মেলা ...

চট্টগ্রাম: চমেক ক্যাম্পাস সাজানো হয়েছিল বর্ণিল সাজে। ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আকর্ষণ ছিল নবীন-প্রবীণদের বাঁধভাঙা উচ্ছ্বাসের র‌্যালি।

কেক কাটা, বরেণ্য চিকিৎসকদের সম্মাননা, স্মৃতিচারণ তো ছিলই। বাড়তি পাওনা ছিল দীর্ঘদিন পর সহপাঠীদের প্রাণের মেলা, সেলফি, আড্ডা আর অমলিন হাসির ফোয়ারা।
 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ক্যাম্পাসের চিত্র ছিল এমনই।  

বিকেল ৪টায় শাহ আলম বীর উত্তম মিলনায়তনে কেক কাটার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (সিএমসি) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল ১০টায় কলেজের নতুন একামেডিক ভবনের নিচতলা র‌্যালি রের করা হয়। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সিএমসি ডে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ডা. অজয় দেব।  

র‌্যালিতে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, গবেষক ডা. মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালের পরিচালক বি. জেনারেল মো. তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনুস, বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসএম তারেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।