ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লাইসেন্স না থাকায় ৬ বাইক চালককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
লাইসেন্স না থাকায় ৬ বাইক চালককে জরিমানা

চট্টগ্রাম: বোয়ালখালীতে যত্রতত্র পার্কিং ও লাইসেন্স না থাকায় ৬ বাইক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

তিনি বলেন, লাইসেন্স না থাকায় ও সড়কে অবৈধভাবে যত্রতত্র পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৬ জন বাইক চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার জরিমানা করা হয়েছে।

এসময় পৌর সদরে যানজটমুক্ত রাখতে যত্রতত্র পার্কিং না করতে এবং সড়ক ও ফুটপাতে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।