ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বিলে ছিপ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে মো.বিজয় (১৫) নামের এক কিশোর।  

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চান্দার পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত বিজয় ওই এলাকার মো.সাইফুল ইসলামের ছেলে।

বিজয়ের প্রতিবেশি মো.ইকবাল জানান, সকালে বাড়ির পাশের বিলের পানিতে কাঁচা বাঁশের ছিপ নিয়ে মাছ ধরতে গিয়েছিল বিজয়।

পানি থেকে বড়শি টান দিয়ে তোলার সময় ছিপটি বিদ্যুৎ সঞ্চালন তারে লাগলে বিদ্যুৎপৃষ্ট হয় বিজয়।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.হাসান বলেন, সকাল সোয়া ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট এক কিশোরকে হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।