ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে ছাত্রদলের ২ নেতাকে অপহরণের ৪ ঘণ্টা পর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
রাউজানে ছাত্রদলের ২ নেতাকে অপহরণের ৪ ঘণ্টা পর উদ্ধার প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে অপহরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা।

পরে বিকেল তিনটার দিকে কর্ণফুলী নদীর পাশে কচুখাইন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। জয়নাল আবেদীন সোহেল বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে রাউজানে চিকিৎসা দেওয়া হয়েছে।  

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বাংলানিউজকে বলেন, নোয়াপাড়া থেকে ২ জনকে অপহরণ করা হয়েছে। বিকেলে তাদের কর্ণফুলী নদীর পাশে কচুখাইন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সোহেল চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে রাউজানে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।