ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাগরিকায় দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
সাগরিকায় দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ  ...

চট্টগ্রাম: নগরের পাহাড়তলীর সাগরিকা এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ কাঁচাবাজারসহ দেড় শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের সময় চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, পাহাড়তলী থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।