চট্টগ্রাম: কুমিল্লার নবীয়াবাদ দারুল উলূম নূরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে মো. হাসান (১৪) নামের এক শিক্ষার্থী হারিয়ে গেছে। গত ২০ অক্টোবর সকাল ৮টার দিকে মাদ্রাসার বাইরে গিয়ে সে আর ফিরে আসেনি।
ওই শিক্ষার্থী দেবীদ্বার থানার মোহনপুর ওয়ার্ডের বাউরা গ্রামের মফিজুল ইসলাম সরকারের ছেলে। সে আঞ্চলিক ভাষায় কথা বলে।
মফিজুল ইসলাম সরকার জানান, ১০ দিন পেরিয়ে গেলেও ছেলের সন্ধান পাইনি। ছেলেকে না পেয়ে তার মা পারভীন আক্তার শয্যাশায়ী।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে ০১৭৪৬-০৫৯৯০৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসি/টিসি