ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদা পাড়ের ১০ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ২ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
হালদা পাড়ের ১০ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ২ লাখ ...

চট্টগ্রাম: ফটিকছড়ির হালদা পাড়ের প্রায় ১ কোটি টাকা মূল্যের ১৫ শতক সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে। এ সময় দখলদার জহুরুল হককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (০৩ অক্টোবর) সাড়ে তিনটার দিকে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় হালদা নদীর পাড় দখল করে সরকারি খাসজমিতে অবৈধভাবে নির্মিত ১০টি দোকান উচ্ছেদ করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. মেজবাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, উচ্ছেদ অভিযানে মো. জহুরুল হক হালদা নদীর পাড় সংলগ্ন জায়গায় আনুমানিক ১৫ শতক সরকারি খাসজমি অবৈধ উপায়ে দখল করে সেখানে দোকান স্থাপন করে ভাড়া দিয়েছেন। ওই জমির বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ দখলকৃত খাসজমি দখলমুক্ত করে সরকারের অনুকূলে দখল নেওয়া হয়।

অভিযানে ভুজপুর থানা পুলিশের একটি দল, নারায়ণহাট ইউনয়ন ভূমি অফিসের কর্মচারীরা ও স্থানীয় লোকজন সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।