চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় চবি কলেজ ক্যান্টিনে এ সভা অনুষ্ঠিত হয়।
চাকুরি থেকে অবসরে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসা সুবিধা এবং শহরে যাতায়াতে বিশ্ববিদ্যালয়ের বাসে চলাচলের ব্যবস্থা রাখতে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে দাবি রেখে বক্তব্য দেন অনুষ্ঠানের সঞ্চালক ও সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ।
সাধারণ সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবদুল মাবুদ মল্ল।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি-২০২৫ এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মো. আবদুল মাবুদ মল্ল, সহ-সভাপতি পদে আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক পদে মো. ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক পদে নুরুল আলম, কোষাধ্যক্ষ পদে শামসুল আলম, প্রচার ও সাংগঠনিক সম্পাদক পদে মো. মোসলে উদ্দিন, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে আবুল হোসেন সরকার, কার্যনির্বাহী সদস্য মাওলানা জালাল উদ্দিন, মো.সাইফুল ইসলাম খান, বাদল কৃষ্ণ চৌধুরী, মো. আবু তাহের নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসি/টিসি