ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের মানুষের আকুতি সুষ্ঠু নির্বাচন: সংস্কার কমিশন প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
দেশের মানুষের আকুতি সুষ্ঠু নির্বাচন: সংস্কার কমিশন প্রধান মতবিনিময় সভায় ড. বদিউল আলম মজুমদার

চট্টগ্রাম: নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিয়ে মানুষের যে উচ্ছ্বাস, মানুষ আমাদের যেখানে দেখে থামিয়ে কিছু কথা বলতে চায়, তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়। তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায়।

আমরা যে ওয়েবসাইট স্থাপন করেছি, ইমেইলে হাজার হাজার মানুষ তাদের মতামত ব্যক্ত করছেন। তাদের সবার আকুতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন।

রোববার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করা। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তাবগুলো দিবো। মানুষের কাছ থেকে যেটা শুনেছি, আমাদের যে জ্ঞান বুদ্ধি আছে, অভিজ্ঞতা, বিবেচনা সেগুলো ব্যবহার করে কতগুলো প্রস্তাবনা দিবো। কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়। রাজনৈতিক দল, সরকার, বিভিন্ন কর্মকর্তা সবাই মিলে বাস্তবায়ন করবেন। আমাদের সকলেরই বাস্তবায়নের দায়িত্ব থাকবে।

ড. বদিউল আলম বলেন, আমাদের কাজ হলো নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাবনা দেওয়া। কারা নির্বাচনে আসবে, আসবেনা। কারা নির্বাচনে যুক্ত থাকবে, থাকবে না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।  

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলি, ড. মোহাম্মদ আব্দুল আলীম, ছাত্র প্রতিনিধি সাদিক আরমান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।