ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘ইসলামী আন্দোলনের পথে নিবেদিত কর্মী ছিলেন এনামুল হক লালু’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
‘ইসলামী আন্দোলনের পথে নিবেদিত কর্মী ছিলেন এনামুল হক লালু’ ...

চট্টগ্রাম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১তম শহীদ এনামুল হক লালুর ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার (৫ জানুয়ারি) বিকালে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে লোহাগাড়ার বড়হাতিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন শহীদ লালুর পিতা কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।

বড়হাতিয়া আদর্শ থানা শাখা সভাপতি দিল মুহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার আমীর আসাদুল্লাহ ইসলামাবদী।

এসময় বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সেক্রেটারি ডিএম আসহাব উদ্দিন, জেলা দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক ইয়াছিন আরফাত, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরীসহ স্থানীয় নেতারা।  

সভায় বক্তারা বলেন, শহীদ এনামুল হক লালু ছিলেন এক আদর্শবান, সাহসী এবং ইসলামী আন্দোলনের প্রতি গভীরভাবে নিবেদিত এক কর্মী। তার শাহাদাত ইসলামী আন্দোলনের পথে কাজ করা তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। ছাত্রশিবিরের সব কর্মীকে শহীদ লালুর আদর্শ অনুসরণ করে ইসলামের আলো ছড়িয়ে দিতে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।