ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাইজভাণ্ডারে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
মাইজভাণ্ডারে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার

চট্টগ্রাম: গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)'র পৃষ্ঠপোষকতায় ও শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (শিশু স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জয়নাল আবেদিন মুহুরী।  

সেমিনারে প্রধান অতিথি ডা. আরেফিন আজিম বলেন, থ্যালাসেমিয়া একটি জেনেটিক রক্তের রোগ, যা শরীরে সুস্থ হিমোগ্লোবিন উৎপাদনে বাধা সৃষ্টি করে।

এর ফলে তীব্র রক্তশূন্যতা দেখা দেয় এবং অনেক রোগীর নিয়মিত রক্তসঞ্চালনের প্রয়োজন হয়। এই রোগের প্রকৃতি সম্পর্কে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি, কারণ এটি প্রতিরোধযোগ্য। সঠিক জ্ঞান এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা এই রোগের বিস্তার রোধ করতে পারি এবং আক্রান্তদের জীবনমান উন্নত করতে পারি।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, "সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী ধর্মীয়, আধ্যাত্মিকতার পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, আত্মকর্ম সংস্থানসহ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার জন্য কাজ করে যাচ্ছেন। মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও রক্তদান কর্মসূচি করে বিশ্বমানবতায় সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখছে। ” 

বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একই দিন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের আয়োজনে ও শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৭১ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম।  

এদিকে মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্টের আয়োজনে এবং গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে দারুল ইরফান শিক্ষা পরিবার সমাবেশ অনুষ্ঠিত হয়।  

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র  ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে সমাবেশে মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্ট এর কর্মকর্তা ও এর অধীনে পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রধানরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।