ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় অস্ত্রধারী কাউকে ছাড় দেওয়া হবে না: জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
সাতকানিয়ায় অস্ত্রধারী কাউকে ছাড় দেওয়া হবে না: জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান

চট্টগ্রাম: জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে বাংলানিউজকে এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও ঢাকা থেকেও গ্রেফতার হয়েছে আরও আটজন। যারা এ নির্বাচনী সহিংসতায় জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে।  

অস্ত্রধারীদের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক হয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

মমিনুর রহমান বলেন, পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছি৷ বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বিচ্ছিন্ন করা হবে। ইতোমধ্যেই আমরা এ নিয়ে বৈঠক করেছি। খুব শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।