ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারি 

চট্টগ্রাম: এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করা নিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের  মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রাম কলেজে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারী কিরণ ও কাদের নামে দুইজন ইন্টারমিডিয়েটের এক ছাত্রীকে উত্যক্ত করে।

এ নিয়ে ওই ছাত্রীর বন্ধু শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিমকে অভিযোগ দেয়। বিষয়টি দুই পক্ষ সমাধান করলেও পরবর্তীতে অভিযুক্ত দুই জন ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে। এ সময় সভাপতি গ্রুপের কয়েকজন বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে দুই পক্ষ ক্যাম্পাসে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এসময় সভাপতি গ্রুপের কর্মী ও অর্থনীতি বিভাগের প্রথমবর্ষের ছাত্র মুশফিকুর রহমান মিশু, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল আল সায়মন, ইতিহাস বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র আমিনুল ইসলাম রাশেদ এবং সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ও অর্নাস ৪র্থ বর্ষের ছাত্র আরমান আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বাংলানিউজকে বলেন, নারী গঠিত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘন্টা, মার্চ ২২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।