ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদকবিরোধী অভিযানে দুই রোহিঙ্গাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
মাদকবিরোধী অভিযানে দুই রোহিঙ্গাসহ গ্রেফতার ৩ ...

চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে দুইজন রোহিঙ্গাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) নগরের কর্ণফুলী ও বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে দুইজন রোহিঙ্গা- কক্সাবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. শফি আলম ও মো. কাউছার ইউনুস। অন্যজন মো. কামাল হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর সহকারী পরিচালক সোমেন মন্ডল বাংলানিউজকে বলেন,  শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় মারছা ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাসে তল্লাশি করে মো. কামাল হোসেন নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় একটি মামলা করা হয়েছে।  

তিনি বলেন, বাকলিয়া এলাকায় শ্যামলী এনআর ট্রাভলেসের যাত্রীবাহী বাসের ভেতরে তল্লাশি চালিয়ে মো. শফি আলম নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমেন মন্ডল বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে শাহ আমানত সেতুর সংযোগ সড়কের ওজন স্কেলের সামনে মারছা পরিবহনের একটি বাসে 
অভিযান চালিয়ে মো. কাউছার ইউনুস নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।  এ সময় তার কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা সেপ্টেম্বর ৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।