ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাগজ কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
কাগজ কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চকবাজার থানার কাঁচাবাজার ফুটপাতের ময়লা কাগজপত্র কুড়ানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্টে পেয়ারা বেগম (২৭) নামে এক তরুণীর মারা গেছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পেয়ারা বেগম (২৭) চকবাজার থানার শান্তিনগর বগারবিল পোড়া কলোনির মো. রুবেল হোসেনের স্ত্রী।

হাসপাতালে আনয়নকারীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন,  চকবাজার কাঁচা বাজারের সামনের সড়কের ফুটপাতের ময়লা কাগজপত্র কুড়ানোর সময়ে পেয়ারা বেগম নামে এক গর্ভবতী মহিলা বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে হন।

পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।