ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এডিস মশার বংশ বিস্তার: ভবন মালিকদের জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এডিস মশার বংশ বিস্তার: ভবন মালিকদের জরিমানা ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চট্টগ্রাম: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচালিত অভিযানে এডিস মশার বংশ বৃদ্ধির উপযোগী জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় তিন ভবন মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (১৬ অক্টোবর) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।

খুলশী হিলস আবাসিক এলাকায় পরিচালিত অভিযানকালে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগান পরিদর্শন করা হয়। তখন এ জরিমানা করা হয়।

 

অভিযানে অংশ নেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানে চসিকের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন।  

 বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।