আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশ থেকে প্রাপ্ত সম্মান ত্রিপুরাবাসীকে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মহাকরণে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সাংবাদক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে সম্মানিত করার মধ্য দিয়ে আসলে বাংলাদেশ সম্মান জানিয়েছে ত্রিপুরার সব মানুষকে।
এদিনের সাংবাদক সম্মেলনে মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে তার আবেগ চেপে রাখতে পারেননি। বাংলাদেশ থেকে সম্মান গ্রহণ করে তিনি যে আবেগে আপ্লুত তা বারবার ফুটে উঠেছে এদিন মানিক সরকারের কথার মধ্য দিয়ে।
২৭ মার্চ বাংলাদেশ সরকার তাদের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৮৩ বিদেশি নাগরিককে সম্মানিত করে। রাজ্য থেকে সম্মান পান মুখ্যমন্ত্রী মানিক সরকারও।
তিনি এদিন বলেন, বিদেশিদের সম্মান জানানোর মধ্য দিয়ে আসলে বাংলাদেশ তার মহানুভবতার পরিচয় দিয়েছে। তারা ১৯৭১ সালে যে সাহায্য সারা পৃথিবী জুড়ে পেয়েছিল তার কথা যে বাংলাদেশ ভুলে যায়নি তা আরেকবার প্রমাণ দিল তারা।
মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের বিভিন্ন জনকে সম্মান জানানোর জন্য তিনি বাংলাদেশ সরকারকে অভিন্দনও জানান। তিনি বলেন, যে সম্মান বাংলাদেশ দিয়েছে তা কথায় প্রকাশ করা যায় না। বিরাট এই প্রাপ্তি।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদ সম্মেলনে ছিলেন অর্থমন্ত্রী বাদল চৌধুরীও।
মুখ্যমন্ত্রী বলেন, ঢাকাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার কথা হয়েছে। আলোচনা হয়েছে দু’দেশের সম্পর্ক আরও নিবিড় করার ব্যাপারেও।
মানিক সরকার বলেন, দু’দেশের সম্পর্ক যতো ভালো হবে তার ততো বেশি সুফল মিলবে দু’দেশের সাধারণ মানুষের।
বাংলাদেশ সময় : ১১১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১২
তন্ময়
সম্পাদনা : ওবায়দুল্লাহ্ সনি, নিউজরুম এডিটর