ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সম্পর্কের উন্নতি হলে মৈত্রী সেতু ও আখাউড়া রেলপথ চালু হবে: মানিক সাহা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
সম্পর্কের উন্নতি হলে মৈত্রী সেতু ও আখাউড়া রেলপথ চালু হবে: মানিক সাহা

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে যাতে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিনিয়ত আলোচনা চলছে।  পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতু, আগরতলা আখাউড়া রেলপথ নিয়মিতভাবে চালু হবে।

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে সে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) আগরতলায় এক অনুষ্ঠান শেষে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের নাগরিক ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ত্রিপুরায় অনুপ্রবেশ রুখতে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে হবে। এজন্য তিনি প্রতিনিয়তই কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি উত্থাপন করছেন। অনুপ্রবেশ ঠেকাতে ত্রিপুরায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবুও, প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে, তা বন্ধ করার জন্য যেসব জায়গায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায়নি এ জায়গাগুলোর কাজ সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।