নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে টাট্রা ট্রাক সরবরাহকারী সংস্থার চেয়ারম্যান তথা ভেকট্রা প্রধান রবি ঋষিকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই।
সিবিআই সূত্রের খবর, রোববার বেশ কয়েক দফায় জেরা করা হয় রবি ঋষিকে।
এর আগে গত সপ্তাহের গোড়ায় লন্ডন ব্যবসায়ী রবি ঋষির নামে এফআইআর দায়ের করে সিবিআই।
সেনাবাহিনীতে টাট্রা ট্রাকের মান নিয়ে যে প্রশ্ন তুলেছেন ভারতের সেনাপ্রধান ভি কে সিংহ, সেই ট্রাক কোম্পানির ৬০ শতাংশ শেয়ারের মালিক রবি ঋষি। শুক্রবার ব্যাঙ্গালোর ও দিল্লিতে টাট্রা অফিসে তল্লাশি চালায় সিবিআইয়ের একটি বিশেষ দল।
উল্লেখ্য, সেনাপ্রধান বিজয় কুমার সিংহ কিছু দিন আগে অভিযোগ করেছেন, ২০১০ সালে দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যেই তিনি ১৪ কোটি রুপির ঘুষের প্রস্তাব পেয়েছিলেন। শর্ত ছিল, ৬০০টি টাট্রা ট্রাক কেনার অনুমতি দিতে হবে তাকে। যার মান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর