আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশ থেকে প্রাপ্ত সম্মাননা সোমবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিন দুপুর ১টায় মহাকরণে মুখ্যসচিব এস কে পাণ্ডার হাতে বাংলাদেশ থেকে প্রাপ্ত মানপত্র এবং সম্মাননা মানিক সরকার তুলে দেন।
এর আগেই তিনি এই সম্মান ত্রিপুরাবাসীকে উৎসর্গ করেছিলেন। সোমবার দুপুরে শুধুমাত্র প্রথা মেনে তা পালন করা হলো।
মুখ্যমন্ত্রী এই সম্মান উৎসর্গ করে আগেই বলেছিলেন, আমাকে সম্মানিত করার মধ্য দিয়ে আসলে বাংলাদেশ সম্মান জানিয়েছে ত্রিপুরার সব মানুষকে। যে ত্রিপুরা তার সমস্ত সহায় সম্বল নিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল।
২৭ মার্চ বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৮৩ জন বিদেশি নাগরিককে সম্মানিত করে। ত্রিপুরা রাজ্য থেকে এ সম্মাননা পান মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর