ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সংশোধনী এনে জমি বিল পেশ রাজ্য বিধানসভায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হল জমির ঊর্ধ্বসীমা নিয়ে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস্ অ্যামেন্ডমেন্ট বিল ২০১২’।

পেশ হওয়ার পর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন।

সেই প্রস্তাবও খারিজ হয়ে যায়। বিল নিয়ে বিধানসভায় আলোচনা চলছে।

পেশ হওয়া  বিলে ১৯৫৫ সালের ভূমি ও ভূমি সংস্কার সংক্রান্ত আইনের ৪ নম্বর অনুচ্ছেদের কিছু পরিবর্তন করা হয়েছে। এখনো পর্যন্ত আইন অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া ব্যক্তিগত মালিকানায় ২৪ একরের বেশি জমি রাখা যায় না।

বিলে জমির এই উর্দ্ধসীমার ক্ষেত্রেই কিছু ছাড়ের কথা বলা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইন্ডাস্ট্রিয়াল হাব, বিদ্যুৎ ক্ষেত্র, বিদ্যুৎ সাবস্টেশন, বিমান বন্দর, পর্যটন শিল্প, মেডিক্যাল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ আরো কয়েকটি ক্ষেত্রে জমির উর্দ্ধসীমা বাড়ানোর কথা বলা হয়েছে এই বিলে।

তবে বিরোধীরা মনে করেন, এই বিল পাশ হলে কৃষিজমি রক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

যদিও রাজ্য সরকারের বক্তব্য, কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই এই বিল এনেছেন তারা।

রাজনৈতিক মহলের ধারণা, এর ফলে কৃষিজমি সুরক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যদিও রাজ্যসরকারের বক্তব্য তাদের ঘোষিত নীতিই হল, কোনো অবস্থাতেই কৃষিজমিতে কোনো কিছু করা যাবে না।
 
বাংলাদেশ সময় : ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।