আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমকে ৪০ কোটি টাকা ভর্তুকি দিলো রাজ্য সরকার। যার ফলে এ বছর বিদ্যুতের মাশুল বাড়ছে খুব অল্পই।
বিদ্যুৎ নিগমকে ভর্তুকি দেওয়ার কথাটি জানান বিদ্যুৎমন্ত্রী মানিক দে।
নিগম ২০১২-১৩ সালে বিদ্যুৎ মাশুল ৪৮ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিল। কিন্তু তাদের এ দাবি মানেনি বিদ্যুৎ রেগুলেটরি কমিশন।
কমিশন বিদ্যুৎ মাশুল বাড়ায় গড়ে ১৭ শতাংশ। এতে বিদ্যুতের প্রতি ইউনিটে গড়ে বাড়ে ৬৯ পয়সা।
তখনই রাজ্য সরকার ঘোষণা দিয়েছিল তারা ভর্তুকি দেবে। কিন্তু ভর্তুকির রাশি কত হবে তা জানাতে পারেনি।
মানিক দে জানিয়েছেন, ৪০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। এতে ১৭ শতাংশের পরিবর্তে দাম বাড়বে মাত্র ৫ থেকে ৬ শতাংশ।
তিনি জানান, এবারই প্রথম সব ধরনের বিদ্যুৎ গ্রাহকদের ভর্তুকি দেওয়া হবে। আগে শুধু গৃহস্থলি এবং ছোট বাণিজ্যিক সংস্থাকে ভর্তুকি দেওয়া হতো। এবার শিল্পেও ভর্তুকি দিচ্ছে সরকার।
তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রচণ্ড বেড়ে গেছে। যার কারণে দাম বাড়াতে হচ্ছে। কিন্তু দাম না বাড়ানো গেলেই আমরা বেশি খুশী হতাম। এরপরও সরকার চেষ্টা করেছে যতটা কম দাম বাড়ানো যায়।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর