কলকাতা: ২২ দিন ধরে একটানা আমরণ অনশন করে শেষ পর্যন্ত ব্যাপক অসুস্থ হয়ে দিনহাটা হাসপাতালে ভর্তি হলেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত।
গত ১২ মার্চ থেকে ছিটমহল বিনিময়সহ ৮টি দাবিকে সামনে রেখে কোচবিহার জেলার দিনহাটা শহরের সংহতি ময়দানে আমরণ অনশনে বসেছিলেন বাংলাদেশি ছিটের ৮ প্রবীণ বাসীন্দাসহ দীপ্তিমান।
এক সপ্তাহ পর ওই ৮ প্রবীণ অসুস্থ হয়ে পড়লে, কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সি মরুগান সংহতি ময়দানে গিয়ে তাদের অনুরোধ করেন অনশন তুলে নিতে। পরে বাকিরা অনশন তুলে নিলেও দীপ্তিমান তা চালিয়ে যান।
কিন্তু দীর্ঘ ২২ দিন অনশনের পর তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হলে প্রায় জোর করেই সোমবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করেন সংগঠনের কর্মীরা।
মঙ্গলবার সকালে হাসপাতালের বেডে শুয়ে দীপ্তিমান বাংলানিউজকে বলেন, আমি এখানে আসতে চাইনি। আমার মৃত্যুর মধ্য দিয়ে যদি ছিটমহলবাসী মুক্তি পেত, তাহলে সেই মৃত্যু আমার কাছে আনন্দময়।
সবথেকে আশ্চর্যের বিষয়, একটানা ২২ দিন অনশন করে মৃত্যুর মুখে পৌঁছে যাওয়া দীপ্তিমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে একবারও আসেননি রাজ্য বা কেন্দ্রীয় সরকারেরর কোনো প্রতিনিধি।
এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ছিটমহলবাসী। সমন্বয় কমিটির নেতা অ্যাডভোকেট আহাসান হাবিব বাংলানিউজকে বলেন, প্রশাসন থেকে রাজ্য ও কেন্দ্রে একাধিক চিঠি পাঠিয়েও কোনো ফল হয়নি। মুখ্যমন্ত্রী দু’বার উত্তরবঙ্গ সফরে এলে চিঠি দিয়েও তার সঙ্গে দেখা করা যায়নি।
তিনি বলেন, জনগণনা হয়েছে। জমির হিসাবের সঙ্গে তো মানুষের হিসাব রয়েছে। দার্জিলিংয়ের মোর্চা নেতাদের মহাকরণে ডাকা হচ্ছে। আমরা কী অন্যায় করলাম? আমাদের কেন ডাকা হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২
আরডি
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর