ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ট্যাক্সি ধর্মঘটের ডাক ১৯ এপ্রিল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২

কলকাতা: আগামী ১৯ এপ্রিল ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল তিনটি ট্যাক্সি ইউনিয়ন।

মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠকের পর বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন, সিটু ট্যাক্সি ইউনিয়ন ও ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ভাড়া বৃদ্ধিসহ তাদের বিভিন্ন দাবি সরকার না মানায় এই ঘর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



তাদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, এই ধর্মঘটের পরেও তাদের দাবি না মানা হলে ১৫ দিন পর লাগাতর ৭২ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘট হবে। এরপরও সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া না হলে অনির্দিষ্টকালের ট্যাক্সি ধর্মঘটের হুমকি দেওয়া হয়।

এদিন বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের সাধারণ সম্পাদক বিমল গুহ জানান, এরই মধ্যে ৯ বার ডিজেলের দাম বাড়লেও ট্যাক্সির ভাড়া বাড়ানো হয় নি। তাদের দাবি নিম্নতম ভাড়া ২০ রুপি থেকে বাড়িয়ে ৩০ রুপি করতে হবে এবং কিলোমিটার প্রতি আড়াই রুপি বাড়াতে হবে।

তাছাড়া ট্যাক্সি চালকরা তাদের লাইসেন্স নবিকরণ করতে না পারায় ট্যক্সি বসিয়ে দিতে হচ্ছে। এছাড়া ট্যাক্সির ক্ষেত্রে পুলিশের জরিমানার রাশ টানার জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।