আগরতলা (ত্রিপুরা) : প্রচণ্ড গরমে ব্যতিব্যস্ত জনজীবন। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা।
এপ্রিলের শুরুতেই রাজ্যের বিদ্যুতের চাহিদা গিয়ে ঠেকেছে ২০০ মেগাওয়াটের বেশি। যা রাজ্যের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
এই চাহিদা পূরণ করতে হিমসিম খাচ্ছে রাজ্যের বিদ্যুৎ নিগম। নিগমের সিএমডি নীলাদ্রি শেখর চক্রবর্তী জানিয়েছেন, বাড়তি দাম দিয়েও বিদ্যুৎ আনা যাচ্ছে না। উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যেই এই অবস্থা। দীর্ঘ অনাবৃষ্টির ফলে এই অঞ্চলে থাকা সবগুলো জলবিদ্যুৎ কেন্দ্রেই এখন উৎপাদন কমে গেছে।
এই অঞ্চলে যতগুলো জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার মোট উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। কিন্তু বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ৬০০-৭০০ মেগাওয়াট। এই বিদ্যুৎ বিভিন্ন রাজ্য ভাগ করে নিচ্ছে।
তিনি জানান, রাজ্যের জলবিদ্যুৎ কেন্দ্র ডম্বুরের উৎপাদন একদম বন্ধ হয়ে আছে। এ অবস্থা মোকাবিলায় বাড়াতে হচ্ছে লোডশেডিং। বর্তমানে লোডশেডিং করা হচ্ছে দেড় থেকে দুই ঘণ্টা। লোডশেডিঙের পরিমাণ আরও বাড়তে পারে বলে সিএমডি জানিয়েছেন। শিগগিরই যদি বৃষ্টি না হয়, তবে অবস্থা আরও খারাপ হতে পারে।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর