আগরতলা (ত্রিপুরা): ফেসবুকে ঢুকে গেল রাজধানী আগরতলা। নাগরিক পরিষেবা আরও উন্নত করতে জনসংযোগ মাধ্যমের বিস্তার করছে আগরতলা পুর পরিষদ।
এ খবর জানিয়েছেন পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সোনাল গোয়েল।
তিনি জানান, ‘নতুন প্রজন্মকে তার শহর সম্পর্কে আরও ওয়াকিবহাল রাখা এবং একাত্ম করাই আমাদের মূল উদ্দেশ্য। এ জন্যই এ উদ্যোগ। ’
‘এর পাশাপাশি মানুষ তার সমস্যার কথাও জানাতে পারবেন ফেসবুকের মাধ্যমে। জানতে পারবেন পুর পরিষদের নতুন সব কাজকর্মের কথাও। কারণ, নাগরিকদের অনেকেই এখন তথ্য প্রযুক্তির ব্যবহার করছেন। ’
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর