ঢাকা : রাজধানী দিল্লি অভিমুখে সেনা তৎপরতার বিষয় নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘সম্পূর্ণভাবে বাকোয়াজ’ (অ্যাবসালুটলি স্টুপিড) বলে উড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ভি কে সিং।
ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় বুধবার এ ব্যাপারে একটি প্রতিবেদন ছাপা হয়।
রিপোর্টে আরো দাবি করা হয়, সেনাবাহিনীর এই তৎপরতায় ভীত হয়ে সরকার দিল্লিতে সতর্কতা জারি করে।
এদিকে বুধবার এই সংবাদ প্রকাশের পরপরই ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক মহলে তোলপাড় সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে এক সাক্ষাতকারে ভারতীয় সেনাপ্রধান এ ধরণের প্রচারণাকে এক কথায় উড়িয়ে দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও এই রিপোর্টকে উটকো খবর বলে উড়িয়ে দেন। এ ধরণের খবর আমলে নেওয়া উচিৎ নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনিও এই প্রতিবেদনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, সামরিক বাহিনীর দেশপ্রেমের ব্যাপারে তাদের কোনো সংশয় নেই।
এদিকে এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিতাংশু কাইর বলেন, ১৬ জানুয়ারি রাতের ওই সেনা তৎপরতা ছিলো সম্পূর্ণভাবে সামরিক বাহিনীর একটি রুটিন মহড়ার অংশ। প্রতি বছরই নিয়মিতভাবে এ ধরণের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে এবং এ ব্যাপারে কখনই সরকারকে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময় : ১৩২১ ঘণ্টা, এপ্রিল ০৫,২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর