ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এক বছরে ৩২ কোটি টাকা লাভ বেড়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  গত ৩৬ বছরের ইতিহাসে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গত বছরই রেকর্ড পরিমাণ লাভ করেছে।

ব্যাংকের চেয়ারম্যান দীনেশ মুসাহারি জানিয়েছেন, সদ্য শেষ হওয়া অর্থ বছরে রাজ্য গ্রামীন ব্যাংকের লাভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি টাকা।

এটা ২০১১-১২ অর্থবছরের হিসাব। উল্লেখ্য, ৩১ মার্চ শেষ হয়েছে এই অর্থবছর।

এর আগের বছর অর্থাৎ ২০১০-১১ অর্থবছরে লাভের পরিমাণ ছিল ১৮ কোটি টাকা। এক বছরের মধ্যে লাভ বেড়েছে প্রায় ৩২ কোটি টাকা।
মুসাহারি জানিয়েছেন, শুধু গ্রামাঞ্চলেই নয়। শহরেও এখন গ্রামীণ ব্যাংক তার শাখা খুলছে।

গত এক বছরে ত্রিপুরা গ্রামীন ব্যাংক ১০টি নতুন শাখা খুলেছে রাজ্যে। শুরু হওয়া অর্থবছরে আরও নতুন ১৫টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে বলে মুসাহারি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।