ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের জাতীয় স্তরে সাফল্য ত্রিপুরার তরুণ নির্মাতার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  জাতীয় স্তরে সাফল্য পেয়েছে রাজ্যের তরুণ। স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করে সেরা হয়েছেন রাজ্যের তরুণ কৌশিক সমাজপতি।



গেটওয়ে ২০১২ জাতীয় শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে রাজ্যের ছেলে কৌশিক সমাজপতির নির্মিত ছবি সেরা ছবির পুরস্কার পেয়েছে।

অ্যানিমেশনের মাধ্যমে আড়াই মিনিটের একটি ছবি কৌশিক তৈরি করেছিলেন। ছবির নাম ‘স্টোরি অব সার্কেল’। বিষয়বস্তু সমাজে নারী উপেক্ষার কথা।

গত কিছুদিন আগে চেন্নাইতে এক অনুষ্ঠানের মাধ্যমে কৌশিকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২

তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।