শিলিগুড়ি: বৃহস্পতিবার সকাল থেকে দার্জিলিংয়ে জিএনএলএফ সমর্থকদের সঙ্গে মোর্চার কর্মীদের সংঘর্ষ বাঁধে।
এদিন পানিঘাটা-মিরিকে জিএনএলএফের কর্মীরা প্রতিষ্ঠাদিবস পালন করতে গেলে মোর্চার কিছু সদস্য তাদের ওপর হামলা চালায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২ জন সক্রিয় কর্মী নিখোঁজ হয়েছেন বলে জিএনএলএফের প্রধান সুভাষ ঘিসিং দাবি করেন।
সরকারের অনুমতি নিয়ে তারা কার্শিয়াং ও মিরিকে অনুষ্ঠান করেন। সেই সময় তাদের ওপরে হামলা চালায় মোর্চার কর্মীরা। তাই প্রতিবাদ জানাতে তারা থানা ঘেরাও করে।
ঘিসিং দাবি করেন, দার্জিলিং নিয়ে যে আন্দোলন তার একটা পর্যায়ে জিএনএলএফ সক্রিয় ভূমিকা ছিল। কাজেই তাদের প্রতিষ্ঠা দিবস কেন পালন করতে দেওয়া হবে না।
অন্যদিকে মোর্চার দাবি, তাদের দল ছাড়া পাহাড়ে আর কারো অস্তিত্ব থাকবে না।
পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করে নি।
বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর