কলকাতা: সাইবার যুগের জেট গতির কাছে হার মেনেছে ট্রাম। কলকাতা শহরে যানজট তৈরির অন্যতম কারণ হিসেবে দেখা হয় ট্রামকে।
এজন্য, কলকাতা থেকে ৩টি ট্রাম কিনতে চলেছে পাঞ্জাবের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ৮০০ একর ক্যাম্পাসে চলবে ট্রামগুলো। ক্যাম্পাসের মধ্যে দূষণবিহীন পরিবহণ হিসেবে বেছে নেওয়া হয়েছে ট্রামকেই।
একেকটি ৫০ লক্ষ রুপি মূল্যে মোট ৩টি ট্রাম কিনবে ওই বিশ্ববিদ্যালয়। ট্রাম কেনার প্রস্তাব দিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মুখ্যমন্ত্রী সেই চিঠি বিবেচনার জন্য পাঠান সংশ্লিষ্ট দফতরে।
বিশ্ববিদ্যালয়ের একটি ৫ সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই দেখে গেছে ট্রামের খুঁটিনাটি। কীভাবে ট্রাম চলে, রক্ষণাবেক্ষণ, কত খরচ।
জানা গেছে, এবিষয়ে প্রযুক্তিগত সাহায্য দেবে কলকাতা ট্রাম কর্পোরেশন(সিটিসি)। বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে ওয়ার্কশপ। নিযুক্ত হবেন ইঞ্জিনিয়ার, চালক।
বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিমধ্যেই পাঞ্জাব সরকারের কাছে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে আবেদন করা হয়েছে ।
সিটিসি জানিয়েছে, ট্রাম বিক্রি করতে অসুবিধা নেই। খারাপ অবস্থায় পড়ে থাকা ৩টি ট্রাম, যেগুলো সরকার চালাতে পারছে না, সেগুলোই সারিয়ে বিক্রি করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর