ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৬ মাস পর রাজ্যে বৃষ্টি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  অবশেষে বৃষ্টির দেখা মিললো রাজ্যে। ফিরলো স্বস্তি।

কমলো তাপমাত্রা ও তীব্র দহন। সেই সঙ্গে হঠাৎ বৃষ্টিতে কিছুটা বিপর্যস্ত জনজীবন।

গত দু’দিনের প্রচণ্ড ঝড় আর বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন এলাকা। শুক্রবার থেকে এক নাগাড়ে শুরু হয়েছে বৃষ্টি। হচ্ছে কালবৈশাখী ঝড়ও।

ঝড়ো বাতাসে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। অনেক জায়গায় ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। রাজ্যের অনেক জায়গায় বিপর্যস্ত টেলি ও ইন্টারনেট পরিসেবাও।

বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে রাজ্যে। একজন মারা বিলোনীয়াতে এবং অন্যজন মারা গেছেন কমলপুরে।

এছাড়া, বিলোনীয়াতে বজ্রপাতে আহত হয়েছেন এক দম্পতিও।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী গত দুদিনের বৃষ্টিপাতে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি। আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে।

দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছিল রাজ্যে। জলের অভাবে কমছিল বিদ্যুৎ উৎপাদনও। বৃষ্টির কারণে এর সমাধান হবে বলে ধারণা রাজ্যে বসবাসকারীদের।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২

সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।