আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মহাসমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন কংগ্রেস দল।
আগামী ৩০ এপ্রিল এ সমাবেশ সংগঠিত হবে।
তিনি জানান, আগামী ১৭ এপ্রিল সারা রাজ্যে বিধান সভা কেন্দ্রভিত্তিক প্রতিবাদ সমাবেশ করবে কংগ্রেস।
সম্প্রতি জিরানীয়াতে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। ওই সময়ে সেখানে গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়।
কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, তারা রাজনৈতিক সংঘর্ষে মারা গেছেন। তাই এ ঘটনার সিবিআই তদন্ত দাবি করছে কংগ্রেস।
এছাড়া সম্প্রতি সাব্রুমে দুই নারী গণধর্ষণের ঘটনাও সামনে আসে। সাব্রুমের ঘটনারও সিবিআই তদন্ত দাবি করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে।
ওই দুই ঘটনার প্রতিবাদ এবং দুই ঘটনাতেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে ১৭ ও ৩০ এপ্রিল কর্মসূচি নিয়েছে দল।
৩০ এপ্রিলের মহাসমাবেশে দলের জাতীয় স্তরের নেতারা উপস্থিত থাকবেন। তবে এখনও কোনো নেতার নাম জানাননি রতন চক্রবর্তী।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর