কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন সিলেবাস কমিটির সুপারিশ মেনে রাজ্যের মাধ্যমিক সিলেবাসে অর্ন্তভুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, আগামী দিনের পাঠ্যসূচিতে প্রতিবেশী দেশের ইতিহাস তুলে ধরা হবে।
সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, সিলেবাস থেকে মার্কস ও লেনিন বাদ পড়ছেন না।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, মহান ভাষা আন্দোলন, ৬ দফা থেকে মুক্তিযুদ্ধ সিলেবাসে থাকছে। ভারতের বরেণ্য স্বাধীনতা সংগ্রামী ও অন্য বিশ্ব নায়কদের সঙ্গে ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শের সঙ্গে পরিচয় হবার সুযোগ পাচ্ছেন এই নয়া ইতিহাসের সিলেবাসে।
কলকাতার শিক্ষামহল মনে করছে, মাধ্যমিকের ইতিহাস বইতে মুক্তিযুদ্ধের অর্ন্তভুক্তি একটি উল্লেখযোগ্য ঘটনা। এর ফলে নতুন প্রজন্মের বাংলাদেশ সর্ম্পকে আগ্রহ বাড়বে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২
আরডি/
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর