ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমের পলিটব্যুরোর সদস্য হলেন সূর্যকান্ত মিশ্র

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১২

নয়াদিল্লি: সিপিএমের পলিটব্যুরোর সদস্য হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও পূর্ণাঙ্গ সদস্য হিসেবেই পলিটব্যুরোয় থেকে গিয়েছেন।



সূর্যকান্ত মিশ্র ছাড়াও পলিটব্যুরোয় এসেছেন আরও ২ নতুন মুখ। শ্রমিক সিটুর সর্বভারতীয় সভাপতি এ কে পদ্মনাভন এবং কেরলের সাবেক শিক্ষামন্ত্রী এম এ বেবি।

সোমবার কোঝিকোড়ে সিপিএমের বিশতম পার্টি কংগ্রেসের শেষদিনে ঘোষণা করা হয় নতুন সদস্যদের নাম। দলের কেন্দ্রীয় কমিটিতে রাজ্য থেকে আসছেন আরও ৩ জন।

এরা হলেন দীপক দাশগুপ্ত, রেখা গোস্বামী এবং নৃপেন চৌধুরী। বয়সের কারণে কেন্দ্রীয় কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন বিনয় কোঙার ও মহম্মদ আমিন। বিনয় কোঙারকে কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।

৩৪ বছর ধরে ক্ষমতায় থাকার পর রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সিপিএমের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল কোঝিকোড়ের বিশতম পার্টি কংগ্রেস। কোন পথে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে, তার উত্তর খুঁজতে এক সপ্তাহ ধরে আলোচনা চালিয়েছেন সিপিএম প্রতিনিধিরা।

এদিন কংগ্রেসের শেষ দিনে কোঝিকোড়ে সমাবেশ করছে সিপিএম। যে কোনও পার্টি কংগ্রেসের পর জন সমাবেশ করে সিপিএম। তার ব্যতিক্রম হয়নি কোঝিকোড়েও।

বিশতম পার্টি কংগ্রেসের জন সমাবেশ হচ্ছে কোঝিকোড়ের সমুদ্রতটেই। কোঝিকোড় মত্‍স্যজীবীদের জেলা বলে পরিচিত। মত্‍স্যজীবীদের মধ্যে সিপিআইএমের মজবুত সংগঠন রয়েছে। তারা সমুদ্র ও সমুদ্র সৈকত দুইই সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন। কোঝিকোড়ের সমুদ্র সৈকত মুড়ে ফেলা হয়েছে লাল পতাকায়। মত্‍স্যজীবীদের এই বন্দর শহরে এখন সর্বত্র উড়ছে সিপিএমের পতাকা।

শুধু সমুদ্র সৈকতই নয়, সমুদ্রের বুকেও পতাকা লাগিয়েছেন মত্‍স্যজীবীরা। সমাবেশস্থলে বসানো হয়েছে বিরাট লেনিনের মূর্তি। পার্টি কংগ্রেসের থিম সং বাজছে শহরজুড়ে। সংসদীয় রাজনীতিতে নিজেদের প্রভাব দৃঢ় করতে চাইছে সিপিএম।

আর তাই সমাবেশের মূল মঞ্চটি গড়ে তোলা হয়েছে সংসদের আদলে। এখান থেকেই সমাবেশে বক্তব্য রাখবেন সিপিএমের শীর্ষনেতৃত্ব।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২

আরডি/
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।