নয়াদিল্লি: ভারতে আটক পাকিস্তনি বৈজ্ঞানিক ড. খলিল চিস্তির জামিন সোমবার মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্ট।
দীর্ঘ দিন আজমের জেলে বন্দী থাকার পর ৮০ বছরের চিস্তির জামিন দেন দেশের শীর্ষ আদালত।
একই সঙ্গে সর্বোচ্চ আদালত জানিয়ে দেন, ওই বৈজ্ঞানিক যাতে ফের পাকিস্তানে ফিরে যেতে পারেন, বিষয়টি বিবেচনা করবেন আদালত। এজন্য চিস্তির পক্ষ থেকে আদালতে আবেদন জানাতেও পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
১৯৯২ সালে ভারত সফরে আসেন ড. চিস্তি। আজমেরে মৈনুদ্দিন(শা.) চিস্তির দরগায় চাদর চড়াতে এসে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই থেকে পাকিস্তানে ফিরে যাওয়ার অনুমতি মেলেনি চিস্তির।
গত বছর জানুয়ারিতে জয়পুরের নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন ড. চিস্তি। বিচারে তার ১৮ বছরের জেল হয়। সেই থেকেই আজমের জেলে বন্দী রয়েছেন অশীতিপর এই পাকিস্তানি বৈজ্ঞানিক।
উল্লেখ্য, গত রোববার পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক দিনের ভারত সফরে এসে বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা করেন। চিস্তির মুক্তির ব্যাপারে ভারত সরকারের সাহায্য চান প্রেসিডেন্ট জারদারি।
তাৎপর্যপূর্ণ ভাবে এর একদিন পরই চিস্তির জামিন মঞ্জুর হল সুপ্রিম কোর্টে।
এদিকে চিস্তির জামিনে কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন পাকিস্তানি জেলে বন্দী ভারতের সর্বজিৎ সিংয়ের মেয়ে স্বপ্নদীপ। জারদারি আসবেন শুনে গত দু’দিন ধরে পিসি দলবীর কৌরকে নিয়ে আজমেরে এসেছিলেন পিসির ভাইঝি। খোদ প্রেসিডেন্টের কাছে পিতার মুক্তির দাবি জানাবেন, এটাই ছিল তাদের আর্জি।
কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানি কর্তৃপক্ষ তাদেরকে সেই অনুমতি দেয়নি। তবে আশ্বাস মিলেছে, তাদের ব্যাকুল প্রার্থনার খবর পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। চিস্তির জামিনে তাই কিছুটা হলেও সেই আশায় আলো খুঁজে পেলেন পিসি-ভাইঝি।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর