আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল বা সম্পূর্ণ কম্পিউটারাইজড করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
রাজ্যের খাদ্যমন্ত্রী মানিক দে জানিয়েছেন, হাতে লেখা রেশন কার্ড নিয়ে নানা ঝামেলা হয়।
তিনি জানান, প্রকল্পটি নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। পাইলট প্রজেক্ট (পরীক্ষামূলক প্রকল্প) হিসেবে বেছে নেওয়া হয়েছে মান্দাই ব্লকের খামতিংবাড়ি এডিসি ভিলেজ। প্রথমে সেখানেই বিষয়টি চালু করা হবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরে সারা রাজ্যে তা চালু করা হবে।
মান্দাই ব্লক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় চারশ’ রেশন কার্ড কম্পিউটারাইজড করা হয়েছে। কাজ এগিয়েছে খুব ভালভাবেই।
বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর