ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিশুদের উপর বই এর চাপ কমাতে এবার ট্যাবলেট পিসি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

কলকাতাঃ শিশুদের ভারী ব্যাগের হাত থেকে রক্ষা করতে নয়া দাওয়াই এর আশ্বাস দিলেন ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল। ভারী ব্যাগের পরিবর্তে ‘ট্যাবলেট কম্পিউটার’ ব্যবহারে কথা জানালেন তিনি।



মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যাগ দিন দিন আরও ভারী হয়ে উঠছে। এটা শিশুদের স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতিকর, তেমনি তাদের মনের উপরও যথেষ্ঠ প্রভাব ফেলে। এর থেকে মুক্তি দিতে কেন্দ্রীয় সরকার তাদের জন্য ‘ট্যাবলেট কম্পিউটার’ ব্যবহারে উদ্যোগী হচ্ছে। ’

তার মতে, স্কুলব্যাগের পরিবর্তে ওই ছোট ও অপেক্ষাকৃত হালকা ‘বৈদ্যুতিক ব্যাগ’ নিয়ে তারা স্কুলে যেতে পারে।

ওই একটি জিনিসেই সব কিছু থাকবে, আর এক্ষেত্রে বিভিন্ন ইন্টারনেট পরিষেবাকারী সংস্থার ভূমিকাও উল্লেখযোগ্য বলে তিনি মনে করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।