আগরতলা (ত্রিপুরা): আইএনপিটির সমাবেশে বক্তব্য রাখলেন মহারাজা প্রদ্যুত কিশোর।
মঙ্গলবার রাজধানীর আস্তাবল ময়দানে ত্রিপুরার এ উপজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দলটি সমাবেশের ডাক দিয়েছিল।
সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া বেশকিছু রাজনৈতিক হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে এদিন এ সমাবেশের ডাক দিয়েছিল আইএনপিটি। ভারী বৃষ্টির মধ্যেও লোক সমাগম হয়েছিল ভালোই।
সমাবেশের মঞ্চ থেকে রাজনৈতিক হিংসাত্মক ঘটনাগুলোর জন্য সিবিআই তদন্ত দাবি করা হয়।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এ সভার মূল উদ্দেশ্য আগামী বছর সংগঠিত হতে চলা বিধানসভা নিরবাচনের ওয়ার্ম আপ।
কিন্তু লক্ষ্যণীয় হলো এ সভায় মহারাজা প্রদ্যুত কিশোরের উপস্থিতি এবং বক্তব্য রাখা। কারণ ত্রিপুরার রাজ পরিবার বরাবরই কংগ্রেস সমর্থক।
রাজমাতা বিভুদেবী বেশ কয়েকবার কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। কংগ্রেস মন্ত্রিসভায়ও ছিলেন তিনি। প্রদ্যুত কিশোরের বাবা কিরীট বিক্রম কংগ্রেস থেকে লোকসভার সদস্য ছিলেন।
সেই রাজপরিবারের বর্তমান সদস্যের আইএনপিটির সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখাকে অন্য দৃষ্টিতে দেখছেন রাজনৈতিক মহল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজবাড়ীর বর্তমান প্রজন্ম হয়তো কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে।
মহারাজা প্রদ্যুত যথারীতি এদিন তার বক্তব্যে রাজ্যের বামফ্রন্ট সরকারকে আক্রমণ করেছেন।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
তন্ময়/ সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর