নয়াদিল্লি : আর্থিক দিক থেকে দূর্বল ছাত্রছাত্রীদের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ শতাংশ আসন সংরক্ষিত রাখতে হবে বলে বৃহস্পতিবার রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট।
সরকারি আইনের বিরোধিতা করে কয়েকটি বেসরকারি স্কুলের আবেদন খারিজ করে ওই রায় দেন সুপ্রিম কোর্ট।
শিক্ষার অধিকার আইনে রায় দান করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়া, রাধাকৃষ্ণান ও স্বাতানতর কুমারের বেঞ্চ।
এ বিষয়ে রায় দিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্তসহ সরকার অনুমোদিত সব স্কুলকে সংরক্ষণের বিষয়টি মেনে নিতে হবে এবং বৃহস্পতিবার থেকেই তা প্রযোজ্য হবে। এ আইন মান্য না করলে ওই স্কুলের অনুমোদনও সরকার বাতিল করে দিতে পারে।
প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসনের ক্ষেত্রে এ রায় কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে। তবে সংখ্যালঘু ও আবাসিক স্কুলের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, ২০০৯ সালে শিক্ষার অধিকার আইনে শিশুদের শিক্ষার অধিকার বাধ্যতামূলক করার পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক দিক থেকে দূর্বল ছাত্রছাত্রীদের জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষণের আইন জারি করা হয়।
এর বিরোধিতা করে কয়েকটি স্কুলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। জানানো হয়, বেসরকারি স্কুলগুলো সরকারের কাছ থেকে কোনো আর্থিক অনুদান পায় না। এছাড়া শিক্ষক-শিক্ষিকাদের বেতনের ক্ষেত্রেও সরকারের কোনো ভূমিকা নেই। ফলে সংরক্ষণের বিষয়টি তাদের উপর প্রযোজ্য হওয়া উচিত নয়।
বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর